সুন্দর জীবনের জন্য অনেক কিছুই অম্লান বদনে মেনে নেই আমরা। তারপর হয়তো অনেকেই ত্যাগ স্বীকার করলেও ভোগ করার সুযোগ পাইনা। কি আজব এ পৃথিবী!

এই যেমন ধরুন, পদ্মা সেতুর কথাই বলা যাক। অনেক মানুষ কষ্ট করছেন আর ভাবছেন আর কয়েকটি দিনই তো কষ্ট! তারপর পদ্মা সেতু হলে অনেক সুবিধা পাবে। কিন্তু দেখা যাবে, সেই বুক ভরা আশা নিয়ে বেচারা পদ্মা সেতুর উদ্ভোদনের আগেই জীবনের সেতু পারি দিয়ে ওপারে চলে গিয়েছেন!
আজ আমরা গ্রামে ধীর গতির ইন্টারনেট থাকায় অনেক কাজেই অংশগ্রহণ করতে পারছি না, আর ভাবছি – ” কষ্ট করি, ভালে ইন্টারনেট আসলে অমুক কাজ করবো”।
আসলে সবাই মরবে, আবার আশায় বাচবেও সেটাতো রিয়েলিটি বাট আমরা বলছি- সেবা উন্নয়নে ধীর গতি এবং পরবর্তীতে সেবাও অনেক সাধারণ মানুষ ভোগ করতপ পারে না কেবল আমলাতান্ত্রিক জটিলতার কারণে।
সরকারের বড় বড় প্রকল্পের সুবিধা থেকে বন্টিত হয় সবচেয়ে বেশি সাধারণ খেটে খাওয়া মানুষ। যদিও তাদের জীবনে পরিবর্তন আনতেই বড় বড় বিলবোর্ডে চোখধাঁধানো এড দিয়ে প্রকল্প শুরু হয়