
আগামী দিনে পলিটেকনিক ডিপ্লোমায় ভর্তি কমবে বলেই আশংকা করছেন সংশ্লিষ্টরা।
বিগত দুই দশক ধরে সরকারের প্রচার এবং কারিগরি পেশায় দ্রুত চাকরির প্রত্যাশা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি বেড়েছে প্রায় দ্বিগুণ। সরকারও ভবিষ্যতে আরো শিক্ষার্থী ভর্তি করার জন্য উসাহিত করে আসছে। সরকার বলছে – ” কারিগরী শিক্ষা নেব, দেশকে এগিয়ে নেব।”
বাস্তবে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। ২০১৯ সাল থেকেই তুলনামূলক ভর্তি বাড়ছে না। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, যে বিভাগ গুলো আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে সেগুলোর অনেকগুলোরই দেশীয় বাজারে চাকরির খাত নেই। তাছাড়া যে বিষয় গুলোর চাকরি রয়েছে সেগুলোও পর্যাপ্ত নয়। এসব কারণ ছাড়াও শিক্ষার্থীরা বলছে –” চাকরির বাজারে বৈষম্যের শিকার পলিটেকনিক ডিপ্লোমা ধারীরা। অনেক ক্ষেত্রেই এইচএসসি সমমান হিসেবে তাদের আবেদন করতে হয়। এটা দুঃখজনক।
এসকল কারণেই পলিটেকনিক ডিপ্লোমায় আগ্রহ হারাচ্ছে নতুনরা।