রাজধানী ঢাকা সহ বেশিরভাগ জেলা শহর এমনকি নির্জন গ্রামেও এমন অনেক দম্পতি দেখা যায়, যাদের অনেকেরই একটি মাত্র ছেলে তাও আবার দেশের বাইরে থাকেন।
আর্থিক অভাব না থাকলেও শূন্যতা ঘিরে রাখে তাদের। যতদিন লেখাপড়ার জন্য থাকে ততদিন মেনে নিতে পারলেও পড়ালেখার পাঠ চুকানোর পরও যখন এদেশে তাদের মন টেকে না তখনই চাপা একটা কষ্ট গহীনে বাষ্প ছড়ায়। এমনি বলছিলেন একজন ৬০ উর্ধ্ব ব্যক্তি। যার একমাত্র সন্তান আজ দেশে থাকতে নারাজ। এদেশে বিয়ে করলেও সস্ত্রীক ফিরে গেছে অস্ট্রেলিয়া।
খোঁজ নিয়ে দেখা যায় ঐরকম হাজারো পরিবার আছে, যেখানে সদস্য কেবল স্বামী স্ত্রী দুজন। আর তাদের একমাত্র সন্তান দেশের বাইরে।
কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন – এদেশের দূর্নীতি এবং রাজনৈতিক পরিবেশ তাদের বাধ্য করেছিল সন্তান দেশের বাইরে পাঠাতে। তবে তারা এটাও আশা করেনি যে দেশ এমনি থাকবে এবং ছেলেও ফিরবে না।