একসময় গ্রামের মানুষ মাছ কিনে খেত না। রান্না শুরুর আগে কেউ আঞ্চলিক মাছ ধরার ছোট যন্ত্র আবার কেউ খালি হাতে বের হতেন আর কিছুক্ষনের মধ্যে অনেক মাছ নিয়ে ফেরতেন। আজ আর সেই দিন নেই। শহরে আর গ্রামে যেকোনো মাছের দাম প্রায় সমান। বরং কোনো কোনো মাছ শহরেই কমদামে বিক্রি হয়।
বিশেষ করে গ্রামাঞ্চলে বর্ষাকালে মাছ এতো বেশি হতো যে ছোট ছোট ছেলে মেয়েরাও মাছ পেত অনেক। তারপর এতো বেশি মাছ খেয়ে শেষ না করতে পারায় সবাই বেশ কিছু মাছ শুকিয়ে রাখতেন।
সেই গ্রাম সেই খাল বিল সেই বর্ষাকাল আসে কিন্তু আগের ৫০ ভাগের এক ভাগও মাছ পাওয়া যায় না। কারণ খুজতে গিয়ে বের হয়ে এসেছে ভয়ংকর তথ্য। ফসল উৎপাদনে ব্যবহৃত সার ও কীটনাশক হত্যা করেছে প্রাকৃতিক মাছ সম্পদ।
এমন উভয় সংকট মোকাবেলা একটি বড় চ্যালেন্জ, যেখানে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক মাছ মরবে না।