ঢাকা শহরের পল্টন, ফকিরাপুল, বাংলাবাজার সহ বিভিন্ন ব্যস্ত বানিজ্যিক এলাকায় থাকা ছোট ও মাঝারি মুদ্রন শিল্প পরছে অস্তিত্বের সংকটে।
দিন দিন ডিজিটাল প্রচার বাড়াতে তাদের কদর কেবল নির্বাচন কিংবা ওয়াজ মাহফিলের পোস্টারে আটকে যাচ্ছে। এই সংকট আরো প্রবল হয়ে দেখা দিয়েছে করোনা মহামারী আসাতে। বিশেষ করে বেশির ভাগ প্রতিষ্ঠানই এখন অনলাইন প্রচার করতে আগ্রহী। ফলে কমছে অফলাইনে প্রচার বা প্রিন্টিং মিডিয়ার ব্যবহার।
এদিকে স্কুল -কলেজ বন্ধ থাকায় বেসরকারি পুস্তক প্রিন্ট করার মত বিগ বাজেটের কাজও নেই। এর প্রভাব সরাসরি মুদ্রন শিল্পের উপর। বই, নোট, গাইড ইত্যাদি ছাপানো লেগেই থাকতো। কোনোভাবে শেষ করতে হতো, আজ তারা বেকার। এছাড়াও বিভিন্ন চাকরি পরিক্ষার গাইড কিংবা পরিক্ষার সুপার সাজেশন সব কিছু একসাথে থেমে যাবে কোনদিন ভাবেনি তারা।