দিনমজুর হিসেবে কাজ করে খাওয়া লোকের সংখ্যা নেহায়েতই কম নয়। মহামারির প্রথম দিকে কিছু সাহায্য সহযোগিতা পেলেও এখন তারা কেমন আছে তা দেখার যেন কেউ নেই।
শুধুমাত্র রাজধানী ঢাকায় বিপুল সংখ্যক দিনমজুর বসবাস করেন। করেনায় যাদের অনেকেই বেকার কিংবা অর্ধেক আয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
করোনায় থমকে গিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন, তার সাথে সাথে কমে গেছে খেটে খাওয়া মানুষের আয় রোজগার। লোকগুলো কেউ মাটি কাটার কাজ করতো, কেউ লেভার, কেউবা রং বা কাঠ মিস্ত্রি। আজ তাদের সবার একটাই পরিচয়। আর তা হচ্ছে ” বেকার”।
শীঘ্র করোনা পরিস্থিতি পুরোপুরি শেষ না হলে এই খেটে খাওয়া বিশাল জনগোষ্ঠী অস্তিত্ব সংকটে পরবে বলে মনে করছেন বিশ্লেষকরা