বিল গেটসের কোম্পানী বেশ কয়েক বছর আগে তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ বাজার থেকে তুলে নিলেও , পাইরেটেড কপি এখন বাংলাদেশের অনেক কম্পিউটার ইউজার ব্যবহার করছেন।
ব্যবহারকারীরা বলছেন- এটা তাদের জন্য সহজ কিংবা কাজ করতে ভালো লাগে। তবে কি উইন্ডোজ ৮/ ৮.১ কিংবা উইন্ডোজ ১০ সাধারনের কাছে অতটা গ্রহনযোগ্যতা পায়নি? সবসময় আধুনিক কিংবা সর্ব শেষ সংস্করণের জন্যই মানুষ মুখিয়ে থাকে। তবে বাংলাদেশের সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তারা মাত্র ৩/৪ বছর হলো উইন্ডোজ এক্সপি ছেড়েছেন। যদিও মাইক্রোসফট এক্সপি অপারেটিং সিস্টেম ১ যুগের বেশি সময় আগেই বন্ধ ঘোষণা করেছে।
শুধুই অপারেটিং সিস্টেম নয় – এমএস অফিস প্রোগ্রামেও একই চিত্র। তাদের কাছে এখনো সমান জনপ্রিয় অফিস ৭। যদিও বাজারে অফিস ১৯ ভার্ষন চলছে। এছাড়াও এডোব পিডিএফ রিডার সহ প্রয়োজনীয় সকল কম্পিউটার এপ এদেশে পুরাতন ভার্ষন আকড়ে থাকাতেই আরম বোধ করে। এরা অনেক সময় নেয় নতুন ভার্ষন আয়ত্ব করতে।