করোনার প্রভাবে একের পর এক নিত্য পণ্যের দাম বেড়ে চলছে। কয়েক দফায় দাম বেড়ে অনেক আগেই রেকর্ড গড়েছে বাজার।
সবচেয়ে বেশি চিন্তিত থাকতে হয় সাধারণ মানুষকে তাহলো চাল, ডাল এবং তেলের দাম নিয়ে। আর এি সবগুলোই একসাথে দাম বেড়েছে। ফলে খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপদ।
যে টাকায় এক দিনের সব প্রয়োজন মেটাতো দিনমজুরেরা। আজ সে টাকায় পাচ্ছে অল্প পণ্য। এদিকে লকডাউনে অনেকেরই আয় কমে গেছে। এ-কারণে দিনমজুরদের কাজও আগের তুলনায় অনেক কম।
বাড়তি খরচের চাপ মোকাবেলা করতে অনেকেই সুদ কিংবা কিস্তিতে টাকা নিচ্ছে, আর এখন তারা আরো বিপদে পরছে সেই টাকা পরিশোধ করতে গিয়ে।
এর কারণে কেউ কেউ হারাচ্ছেন ভিটা মাটি কেউ আবার বেছে নিয়েছে আত্মহননের পথ। এই সমস্যা গুলো করোনা মহামারী পরবর্তী সময়ে আরো জটিলতা সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মহামারী মোকাবেলায় ভেকসিন আবিষ্কার করে ভাইরাস সংক্রমণ রোধ করা গেলেও গরিবের এমন ভয়াবহ বিপদ রক্ষায় কোনো কার্যকরী পদক্ষেপ না নিলে দেশে গৃহ যুদ্ধ লেগে যেতে পারে। আর সেটি হবে খাদ্য সংকটের কারণে।